Owes Shubho

owes-shubho-logo

Bangladesh IT Examination Center

বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাংলাদেশ আইটি-ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন সেন্টারের (বিডি-আইটিসি) মাধ্যমে আইটি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন (আইটিইই) পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সনদপত্র দেওয়া হবে। এ সনদ জাপানসহ এশিয়ার ১৩টি দেশের তথ্যপ্রযুক্তি-সম্পর্কিত নানা বিভাগে গ্রহণযোগ্য। প্রতিবছর দুবার আইটিইইর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। আইটিইই পরীক্ষার চারটি স্তর বা লেভেল রয়েছে। যদিও বর্তমানে বাংলাদেশে দুটি স্তরের পরীক্ষা পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে লেভেল-১ এ আছে ‘আইটি পাসপোর্ট এক্সামিনেশন (আইপি)’। তথ্যপ্রযুক্তির প্রাথমিক পর্যায়ের জ্ঞান ও দক্ষতা পরিমাপ এবং আন্তর্জাতিক স্বীকৃতি লাভের জন্য আইটি ও নন-আইটি গ্র্যাজুয়েট ও পেশাজীবীরা এ পরীক্ষায় অংশ নিতে পারেন। আর লেভেল-২ হচ্ছে ‘ফান্ডামেন্টাল আইটি ইঞ্জিনিয়ার এক্সামিনেশন (এফই)’। তথ্য প্রযুক্তির জ্ঞান ও দক্ষতার যাচাই এবং আন্তর্জাতিক স্বীকৃতি লাভের জন্য আইটি ও নন-আইটি গ্র্যাজুয়েট ও পেশাজীবীরা এ পরীক্ষায় অংশ নিতে পারেন। এ লেভেলটিতে অবশ্য ‘মর্নিং এক্সাম’ এবং ‘আফটারনুন এক্সাম’ নামে দুটি পর্বের পরীক্ষায় অংশ নিতে হয়। সনদপ্রাপ্তির জন্য দুটি পর্বেই উত্তীর্ণ হতে হবে। তবে কেউ দুই পর্বের পরীক্ষায় অংশ নিয়ে যেকোনো একটি পর্বে উত্তীর্ণ হলে, তাঁর জন্য পরবর্তী এক বছরের মধ্যে অনুষ্ঠেয় অপর পর্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সনদ অর্জন করার সুযোগ থাকবে। অর্থাৎ যেকোনো একটি পর্বে কেউ উত্তীর্ণ হলে পরবর্তী এক বছরে মধ্যে সর্বোচ্চ দুবার অপর পর্বের পরীক্ষায় তিনি অংশ নেওয়ার সুযোগ পাবেন।

bok

exam-schedule-2

পরীক্ষার ভেন্যু
পরীক্ষা অনুষ্ঠিত হবে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, কুয়েট, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চুয়েটে।

নিবন্ধন প্রক্রিয়া
http://registration.bditec.gov.bd/

পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক বই

IT Passport Exam Preparation Book     Tk. 300/-

New FE Exam Preparation Book (Vol 1 & Vol. 2)     Tk. 500/-

New FE Text Book Vol. 1 (IT Fundamentals) & Vol. 2 (IT Strategy & Management)   Tk. 500/-

Bangladesh Computer Council, ICT Tower, Agargaon, Dhaka. Cell: 01857321122

Bangladesh Computer Council, Chittagong. Cell: 01552427584
Bangladesh Computer Council, Rajshahi. Cell: 01716502665
Bangladesh Computer Council, Khulna. Cell: 01711904533

Contact for:

Registration related problem
raj IT : 01521 480830

More information
BD-ITEC, BCC: 01857321122
http://www.bditec.gov.bd/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *